বাংলাদেশি পাসপোর্ট-ভিসায় ওমরাহ করতে যাচ্ছিল রোহিঙ্গা যুবক

ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

রোববার (১৬ এপ্রিল) চকবাজার কাপাসগোলা মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বাংলাদেশি পাসপোর্ট, ১টি ওমরাহ ভিসার অনলাইন কপি, ১টি চট্টগ্রাম টু ঢাকাগামী অভ্যন্তরীণ এয়ার টিকিট ও ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটক নূর মোস্তাক মিয়ানমার নাগরিক ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইযান আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক রোহিঙ্গা নাগরিক দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার জন্য চকবাজার কাপাসগোলা মোড়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে আমাদের টিম তাকেআটক করে।

উপপুলিশ কমিশনার আরও বলেন, কোন দালালের মাধ্যমে পাসপোর্ট ও ভিসা প্রসেসিং করেছে সেটি বের করার চেষ্টা করছি। এ কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!