৩৭০ স্টলের বাণিজ্যমেলায় শিশুদের জন্য ৩ হাজার বর্গফুটের বিনোদনকেন্দ্র

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৯মে) আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

আরও পড়ুন: ঈদের আনন্দকে রঙিন করেছে বিনোদনকেন্দ্র

মাহবুবুল আলম বলেন, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতে ২৯তম বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। এ মেলা দেশীয় শিল্প প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে। এবারের মেলায় তিনটি স্টলে জামদানি বিক্রি হবে। স্টলেই তৈরি করা হবে জামদানি। মেলায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, এবারের মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের বিভিন্ন স্টল থাকবে। ১৭টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়াম স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল ও ২টি আলাদা জোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এছাড়া মেলায় শিশুদের জন্য ৩ হাজার বর্গফুটের বিনোদনকেন্দ্র রাখা হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। তবে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বিনোদনকেন্দ্র দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় লাশ হয়ে ফিরল মাদ্রাসার ছাত্র

মেলায় নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকেবন। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো‌ মেলা প্রাঙ্গণ মনিটর করা হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ ফায়ার সার্ভিসের একটি টিম মেলায় সার্বক্ষণিকভাবে থাকবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সাংসদ এমএ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!