বঞ্চনার ক্ষোভে উন্মত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, শাটল ট্রেন চালক ‘গায়েব’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা শাটল ট্রেনের চালককে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ আগষ্ট) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ঝাউতলা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (৩১ জুলাই) মধ্যরাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঞ্চিতরা আন্দোলন শুরু করে। এ সময় তাদের ‘অবৈধ কমিটি মানবো না, মানবো না’ বলে স্লোগান দিতেও দেখা যায়।

এছাড়া চবির মেইন গেটে তালা লাগিয়ে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা। তারা বলছেন, চবি ছাত্রলীগের সভাপতি রুবেলের পছন্দের মাইম্যান দিয়ে এই কমিটি সাজানো হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা ঝাউতলা রেল স্টেশনে বিক্ষোভ করেন। এরপর চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়গামী শাটল ট্রেন ঝাউতলা স্টেশন ঢুকলে একদল বিক্ষোভকারী ট্রেন চালককে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এতে শাটল ট্রেনটি ঝাউতলা রেল স্টেশনে আটকে থাকে ৷ এখনো চালকের খোঁজ পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে ষোলশহর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, শাটল ট্রেনটি ঝাউতলা রেল স্টেশন ঢুকলে ট্রেন আটকিয়ে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেন। এসময় তারা চালককে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!