বছরের শুরুতেই চট্টগ্রামে বাড়ল করোনা

বছরের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে করোনা। নতুন বছরের প্রথম দিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। অথচ আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের বিভিন্ন দেশে শীতের তীব্রতার সঙ্গে ভাইরাসের তীব্রতাও বাড়ে। তাই এ সময়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

১ জানুয়ারি সংস্থাটি জানিয়েছে, করোনার সর্বশেষ ধরণ ওমিক্রনের পাশাপাশি ডেল্টাভাইরাসেরও প্রকোপও দেখা যাচ্ছে কোনো কোনো দেশে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় রোববার (২ জানুয়ারি) সকালে জানায়, ১ জানুয়ারি ১১ ল্যাবে ১ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে অর্ধেকে নামল করোনা

এর মধ্যে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের ১৪ জনই নগরের বাসিন্দা। বাকি ২ জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩৭ নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬ নমুনা পরীক্ষায় ১ জন, শেভরন হাসপাতালে ৩৫৫ নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯৯ নমুনা পরীক্ষায় ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৭ নমুনা পরীক্ষায় ২ জন এবং ল্যাব এইডে ২ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১.৫৮ শতাংশ। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৫৮ জন। মারা গেছেন ১ হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!