বঙ্গবন্ধু টানেল মোড়ে পার্কিং নিষিদ্ধ, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

আনোয়ারায় রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কের আশপাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন : বঙ্গবন্ধু টানেল সড়কে পড়ে ছিল কিশোরের লাশ

জানা যায়, বঙ্গবন্ধু টানেল ঘিরে আশপাশের এলাকায় বেশকিছু ভ্রাম্যমাণ দোকান গড়ে তোলা হয়েছিল। এসব ঘিরে দুর্ঘটনা তৈরির শঙ্কা তৈরি হয়েছিল। তাই অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, টানেলের আশপাশে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে টানেলের মোড়ে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ ও চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!