ফেনসিডিল রেখে পালিয়ে যাওয়া নাজিম গ্রেপ্তার, সঙ্গে আরো দুজন

মিরসরাইয়ে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার তিনজনকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীন, দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মুক্তার হোসেন (৩০) এবং তার ভাই মোস্তফা সেলিম (৩৩)।

আরও পড়ুন: ফেনসিডিল—স্কুফ সিরাপ নিয়ে ধরা ৩ যুবক

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গত ৮ মে নাজিম উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নাজিম পালিয়ে যায়। পরে গোপন সংবাদে সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আজ (মঙ্গলবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!