মুখ খুললেন হাসিনা, ফেঁসে গেল দালাল জানে আলম

কাট্টলী সার্কেল ভূমি অফিসে জানে আলম নামের এক দালালকে প্রতারণার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে কাট্টলী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ জরিমানা আদায় করেন।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসিনা মমতাজ নামে এক সেবাগ্রহীতাকে অফিসে নিয়ে আসেন দালাল জানে আলম। এসময় সরকারি ফিসের বাইরে অবৈধ অর্থের বিনিময়ে নামজারির বিষয়টি স্বীকার করেন হাসিনা। তাঁর দেওয়া তথ্যে জানে আলমকে আটক করা হয়। পরে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেল ও বিআরটিএ’তে র‌্যাবের অভিযান—২৭ দালাল আটক

তিনি আরও বলেন, জানে আলমকে জরিমানার পর দালাল ধরতে অফিসের বাইরে বিভিন্ন চা ও কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে অনেক দালাল সটকে পড়ে। পরে দোকান মালিকদের সতর্ক করা হয়।

যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম জেলায় ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর আগেও দালাল ও দুর্নীতিবাজদের অনেককেই জেল-জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলা ও মহানগরের সকল ভূমি অফিস দালাল ও দুর্নীতিমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!