বাড়তি দামে পণ্য বেচে ফেঁসে গেলেন ২০ ব্যবসায়ী

রাউজানে দোকানে মূল্য তালিকা না টাঙানো ও বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে ২০ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

রোববার (১০ এপ্রিল) নোয়াপাড়া পথেরহাট বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে অধিক মুনাফার জন্য বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: বাড়তি দামে ভোগ্যপণ্য বেচে ফেঁসে গেল লোহাগাড়ার ১৪ ব্যবসায়ী

তিনি আরও বলেন, অভিযানে দোকানে মূল্যে তালিকা না টাঙানো ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ২০ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!