ফয়’স লেকের পাহাড়ের ৫০০ স্থাপনা উচ্ছেদ, কাঁটাতারের বেড়া

নগরে বিভিন্ন পাহাড়ে গড়ে উঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ফয়সলেক এলাকার বেলতলীঘোলায় এ অভিযান চালনো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম ও মো. ওমর ফারুক।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড়ধসে মরছে মানুষ, তবু চলছে পাহাড় বেচাকেনা

জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামের পাহাড় রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সুপ্রিম কোর্টে দায়ের করা রিট পিটিশনের রায় বাস্তবায়নে বেলতলীঘোনা পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় ফয়’স লেক সংলগ্ন লাট-৯ এর পাহাড়তলী মৌজায় ৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা ৮ একর জমি পুনরায় দখল রোধে কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টনীর পাশাপাশি আনসার মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, পাহাড়ে অবৈধ স্থাপনার কারণে পরিবেশের ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। অভিযানে ৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!