প্রেসিডেন্ট আটক, নাইজারে সামরিক অভ্যুত্থান

আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছে একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেয় তারা। এর আগে দেশটির প্রেসিডেন্ট মো. বাজুমকে আটক করে সৈন্যরা।

বুধবার (২৬ জুলাই) রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করে, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মো. বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে ২০২১ সালের মার্চে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে বাজুমের শপথ নেওয়ার কয়েকদিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!