প্রবর্তক স্কুল এন্ড কলেজে ৭ মার্চের আয়োজন

প্রবর্তক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে স্কুলে এ আয়োজন করা হয়।

অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান শাদমান সাইকা শিফা।

প্রধান অতিথি বলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে দেশের স্বাধীনতার ছাড়া যে অন্য কোনো পথ ছিল না সেটা মুক্তিকামী মানুষকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। সারাদেশের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন তিনি। পৃথিবীর অন্য কোনো নেতা সেটা পারেননি।

এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক চন্দনা ভট্টাচার্য।

শিক্ষার্থী সুরাইয়া সিদ্দিকা ইসপা ও সত্যজিত ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহপ্রধান শিক্ষিকা রুমা মজুমদার ও কলেজ শাখার সিনিয়র প্রভাষক সুপর্ণা চৌধুরী ।

শেষে ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!