প্রধানমন্ত্রীর অনুদান পেল আওয়ামী লীগ নেতা পাশার পরিবার

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত জামাল পাশা শওকতের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদানের পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সঞ্চয়পত্রটি প্রয়াতের পরিবারের হাতে তুলে দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেলেন ১১ রোগী

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মো. সোলাইমান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক চৌধুরী জীবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার মুরাদ হোসেন চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন তালুকদার ও উত্তর জেলা ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মো. আসিফ আলম।

এদিকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রয়াতের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান জামাল পাশা শওকত। জীবদ্দশায় তিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!