পৃথিবীর সবচেয়ে ছোট মানুষের বড় হওয়ার গল্প

২২ বছরের যুবক, উচ্চতা মাত্র ২ ফুট দেড় ইঞ্চি! এই উচ্চতার জন্যই তিনি গড়েছেন বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে তাঁর নাম।

তিনি আফশিন ঘেদারজাদেহ। আসুন জেনে নেওয়ক যাক পৃথিবীর সবচেয়ে ছোট এ মানুষটার বড় হওয়ার গল্প।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান এলাকার প্রত্যন্ত গ্রামে জন্ম আফশিন ঘেদারজাদেহর। কুর্দি ও ফারসি দুভাষাতেই অনর্গল কথা বলতে পারেন তিনি।

আরও পড়ুন: অ্যাডভোকেট ফয়জুর রহমান ও লাকি সেভেনের ‘শেখ’ হওয়ার গল্প

জন্মের সময় আফশিনের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। বর্তমান ওজন সাড়ে ৬ কেজি।

জন্ম থেকে ছোট্ট এ মানুষটিকে কম ভুগতে হয়নি। স্বাভাবিক একজন মানুষ যা যা করতে পারেন, তা করতে পারেননি তিনি। এমনকি পড়ালেখাও নয়।

উচ্চতা কম হওয়ায় পারেননি স্কুলে যেতে। তাঁর বাবা ইসমাইল ঘেদারজাদেহ বলেন, সারা বছর চিকিৎসা ও শারীরিক দুর্বলতার কারণে আফশিনের পড়ালেখা বন্ধ রাখতে হয়েছে।

পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এমনকি যে গ্রামে তাঁর বাস, সেখানে কোনো কাজ জোটেনি আফশিনের।

এমন হাজারো বাধা ডিঙিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন আফশিন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, আফশিনের উচ্চতা ২ ফুট ১ দশমিক ৬ ইঞ্চি। এর আগে এই রেকর্ড ছিল কলম্বিয়ার অ্যাডওয়ার্ড হারনান্দেজের। তবে তাঁর উচ্চতা আফশিনের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি ছিল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!