গণধর্ষণের খবর দিয়ে রিকশাচালক পুরস্কার পেল পুলিশ কমিশনারের

নগরে এক গৃহবধুকে গণধর্ষনের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়া রিকশাচালক আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

বুধবার (২০ জুলাই) দুপুরে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার হান্নানের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ওষুধ চুরি—চট্টগ্রাম মেডিকেলের ওষুধ চোর ধরে পুরস্কার পেল পুলিশ

এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আমির জাফর ও উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।

প্রসঙ্গত, রোববার (১৭ জুলাই) রাত ১টার দিকে খুলশী থানার জিইসি মোড়ের সাদিয়া কিচেনের সামনে এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে টং ঘরের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনা দেখতে পেয়ে রিকশাচালক আব্দুল হান্নান জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে ৩ জন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!