নেতৃত্বের অভাবে এগোতে পারছে না আজিজনগর : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে সু-নেতৃত্বের বড়ই অভাব। আজিজনগর ইউনিয়ন সুন্দর নেতৃত্বের অভাবে এগিয়ে যেতে পারছে না।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, বৌদ্ধ বিহার, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন শেষে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একাধিক পদে লোক নিয়োগ

আজিজনগরের ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস, মাহবুবুর রহমান, ফাতেমা পারুল ও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এবং পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এনজিওর উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে গবাদি পশু, ঢেউটিন, স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!