পতেঙ্গায় ‘সরকারি তেল’ চোরা পথে যাচ্ছে দোকানে, ২ হাজার লিটার জব্দ

নগরের পতেঙ্গা মডেল থানার এয়ারপোর্ট রোড এলাকা থেকে ২ হাজার লিটার চোরাই তেল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ জনকে আটক করা হয়।

২৬ জুলাই (সোমবার) পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

খোঁজ নিয়ে জানা গেছে বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার সড়কের পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ চোরাই তেলের দোকানে দৈনিক লাখ টাকার তেল বেচাকেনা হয় প্রশাসনকে ম্যানেজ করেই।

র‌্যাব জানায়, আটকরা বিদেশ থেকে আসা জাহাজ হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে তেল, ডিজেল, অকটেন ও মবিল বেচাকেনায় জড়িত। এছাড়া সরকারি ও বেসরকারি গাড়ি ও প্রতিষ্ঠান থেকে কম দামে চোরাই ডিজেল ও অকটেন কিনে তারা বেশি দামে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানে ২ হাজার ৭৫ লিটার চোরাই তেল জব্দ করা হয়েছে। চোরাই তেলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!