পটিয়ায় খোঁজ মিলল বুড়া কালী মন্দিরের সোনার তাজ, বস্তায় নকল সোনা

পটিয়ার ধলঘাটে ৭০০ বছরের প্রাচীন বুড়া কালী মন্দিরের চুরি হওয়া সোনার তাজ পাওয়া গেছে। পাশাপাশি পাওয়া গেছে কিছু রুপা ও ইমিটেশনের অলংকার।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল আজাদ ক্লাবের পাশে পুকুর পাড়ে পড়ে ছিল বস্তাভর্তি এসব অলংকার।

জানা যায়, স্থানীয় এক কিশোর জুমার নামাজের পর কবর জিয়ারত করে আসছিলেন। এ সময় পথে পড়ে থাকা একটি ব্যাগে স্বর্ণসদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় যুবক ছাত্রলীগ নেতা বাবলু দেবনাথকে মেসেঞ্জারে জানান।

বাবলু বিষয়টি তাৎক্ষনিক ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জুয়েলসহ কয়েকজনকে জানান। দুপুর আড়াইটার দিকে পুলিশকে ঘটনা জানানো হয়।

এরপর পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ পুলিশ সদস্যদের নিয়ে নন্দেরখীল আজাদ ক্লাবের পাশে পুকুর পাড় থাকে অলংকারগুলো উদ্ধার করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান টুটুন ঘোষসহ এলাকার লোকজন ছিলেন।

উদ্ধার করা অলংকারগুলো ধলঘাট ক্যাম্প এলাকায় একটি স্বর্ণের দোকানে চেক করে দেখা যায়, স্বর্ণের একটি তাজ (৪ ভরি ৫ আনা), একটি রূপার তাজ ও এক জোড়া রুপার বালা (মোট ১৭ ভরি ৫ আনা) ছাড়া বাকি অলংকারগুলো ইমিটিশনের।

ধলঘাট মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্বর্ণের তাজটি ছাড়া বাকি অলংকারগুলো মন্দিরের না।

পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ বলেন, আমরা বিগ্রহের পূর্বের ছবি দেখে অলংকারগুলো মিলিয়ে দেখবো। এরপর বলতে পারবো কোনটা বিগ্রহের অলংকার, কোনটা না।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি গভীর রাতে বুড়া কালী বাড়ির বিগ্রহের সব অলংকার চুরি হয়েছিল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!