নিউজিল্যান্ডে বাংলাদেশের সোনালি দিন

৭৩ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সাদা পোশাকে ব্যাট হাতে দারুণ একটি দিন পার করেছে লাল-সবুজের বাংলাদেশ। আগের দিনের মতো ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাশ।

কিউইদের সবুজ গালিচায় প্রথম টেস্টের প্রথম তিনদিন লেখা হলো টাইগারদের জয়গান। শেষ দুদিন যেন কাটল সোনালি দিনের মতো। তবে অস্বস্তি ব্যক্তিগত সংগ্রহ নিয়ে। ৪ জন ব্যাটসম্যান শতকের কাছাকাছি পৌঁছেও তিন অঙ্কের দেখা পাননি কেউই।

আগের দিন ফিফটিকে তিন অঙ্কে রূপ দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সোমবার ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শতক ছুতে পারেননি মাহমুদুল হাসান জয়। মুমিনুল হক আর লিটন দাস আউট হয়েছেন যথাক্রমে ৮৮ আর ৮৬ রান করে।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছেড়েছেন, এবার ক্রিকেট বোর্ডও ছাড়বেন? কী বললেন চট্টগ্রামের ছেলে আকরাম খান

তবে দিন শেষে স্কোরবোর্ড দিচ্ছে স্বস্তির সুবাতাস। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪০১ রান। কিউইদের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৭৩ রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের।

ব্যাট হাতে ক্রিজে আছেন ইয়াসির আলি রাব্বি (১১ রান) এবং মেহেদী হাসান মিরাজ (২০ রান)। মঙ্গলবার চতুর্থ দিন তারা কেমন শুরু করবেন—এখন তাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!