সেবক সেজে প্রতারণা, চট্টগ্রাম মেডিকেলে ধরা খেল ২ দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ২ দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১৭ অক্টোবর) ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মইন উদ্দিন (৩২) ও রয়েল দে (২৭)। এদের মধ্যে নুর মোহাম্মদ ন্যাশনাল ফার্মেসির কর্মচারী এবং রয়েল দে সিকদার ফার্মেসির কর্মচারী।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেল ও বিআরটিএ’তে র‌্যাবের অভিযান—২৭ দালাল আটক

পুলিশ সূত্রে জানা যায়, আটকরা চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সহায়তার নামে টাকা আদায়ের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।

যোগাযোগ করা হলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তারা রোগীদের ওষুধ নিয়ে দেওয়া থেকে শুরু করে সহায়তায় নামে ভোগান্তিতে ফেলত।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!