ধরা খেল জামালখানের কাচ্চি ডাইন—হাজি বিরিয়ানি, ২৬ মামলা নগরে

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নির্দেশিত আইন অমান্য করে ধরা খেল জামালখানের কাচ্চি ডাইন ও হাজি বিরিয়ানি। এছাড়া নগরের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের অভিযানে ২৬ মামলায় ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টার পর নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে নগরের জামালখান এলাকায় কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানিসহ ১০টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে জরিমান আদায় করা হয় চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিইসি মোড়, কাজির দেউড়ি ও এমএ আজিজ স্টেডিয়ামের আশপাশের এলাকায়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পতেঙ্গা থানার কাটগড় বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রুবেল স্টোর, বিসমিল্লাহ ক্রোকারিজ, বাগদাদ হোটেল, আরএস সুপার শপ, জুবাইর এন্টারপ্রাইজ ও ওয়ালটন শো রুমসহ সাত মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে অভিযানে ৯ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!