ধরা খেল চেরাগী রেস্তোরাঁ—জরিমানা গুনল কিউর ফার্মা, এসএ ফার্মেসি, জান্নাত বেকারি

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে অ‌ধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে চেরাগী রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে নন্দনকানন এলাকার কিউর ফার্মাকে ১০ হাজার টাকা, বহদ্দারহাট এলাকার এসএ ফার্মেসিকে ১০ হাজার টাকা, মোড়কজাত বিধিনিষেধ না মানায় জান্নাত বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!