তেল-চিনির দাম কমছে রোববার থেকে

ভোজ্যতেল ও চিনির দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার৷ নতুন দাম কার্যকর হবে আগামী ২৫ সেপ্টেম্বর (রোববার) থেকে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর থেকে প্যাকেটজাত প্রতি কেজি চিনি ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ এবং পাম তেলের লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন: হাতে হাতে টিসিবির তেল চিনি ডাল—মুখে তৃপ্তির হাসি

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার পাম সুপার খোলা তেল মিলগেট থেকে ১২৮ টাকায় কিনে পরিবেশকরা ১৩০ টাকায় বিক্রি করবে। আর খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৩৩ টাকায়। এছাড়া প্রতি কেজি খোলা চিনি মিলগেটে ৭৯ টাকায় কিনে পরিবেশক পর্যায়ে ৮১ টাকা এবং খুচরায় বিক্রি হবে ৮৪ টাকায়। আর প্যাকেটজাত চিনি মিলগেটে ৮২ টাকায় কিনে পরিবেশকরা বিক্রি করবে ৮৪ টাকায় এবং ভোক্তাদের কাছে বিক্রি হবে ৮৯ টাকায়।

বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার পাম সুপার খোলা তেল ১৪৫ টাকা ও খোলা চিনির প্রতিকেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে পাম তেলের দাম কমানো হয়েছে লিটারে ১২ টাকা আর চিনিতে ৬ টাকা।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!