তেলে ৫ টাকা কমল, গাড়ি ভাড়া কমল কিলোমিটারে ৫ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমায় বাস ভাড়া কমল প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা।

বুধবার (৩১ আগস্ট) বিআরটিএ সদর দপ্তরে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন : আবার বাড়ল সয়াবিন তেলের দাম

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে জানান, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, আর মিনিবাসে ৮ টাকা।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ৭ আগস্ট থেকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা ও মহানগরে কিলোমিটার ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!