তৃণমূল নেতাকর্মীদের ‘কড়া হুঁশিয়ারি’ চট্টগ্রাম নগর ছাত্রলীগ সভাপতি ইমুর

এবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইমরান আহমেদ ইমু নগরের সব ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ‘পথে পথে’ হয়ে যেতে হবে বলে জানিয়েছেন এক অডিও বার্তায়। এ বিষয়ে তিনি যোগাযোগ করতে বলেছেন কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঙ্গে।

বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতাদের ম্যাসেঞ্জার গ্রুপে সেই অডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা সকলে এক একজন এক এক ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। মহানগর ছাত্রলীগ চলছে। আজকে ফেনী জেলা ছাত্রলীগ স্থগিত করা হয়েছে। মহানগর ছাত্রলীগ কখন স্থগিত করে তার কোনো ঠিক-ঠিকানা নেই। সেজন্য আমি মনে করি, আপনাদের পূর্ণাঙ্গ কমিটি যেগুলো হয়নি সে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে ফেলা উচিত। সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঙ্গে কথা বলে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে ফেললে খুব ভালো করবেন। না হয় যেকোনো মুহূর্তে যদি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটি স্থগিত হয়ে যায়, আপনারাও স্থগিত হয়ে যান, পথে পথে হয়ে যাবেন। ধন্যবাদ।’

নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমুর এমন বার্তা পাঠানো প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: পদ ছাড়ছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগ সভাপতি ইমু, ‘শেষ দিন’ জানালেন অডিও বার্তায়

এদিকে ইমুর এমন বার্তায় সরব হয়ে উঠেছে নগরের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা। মূলত ছুটির ঘণ্টা বেজে যাওয়ায় এমন তোড়জোড় শুরু করেছেন ইমু। এর আগে গত ৩০ মে মহানগর যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন তিনি।

অপরদিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘ইউনিটের নেতাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে অনেক আগে। তাছাড়া সম্মেলন নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। এজন্য ওয়ার্ড, থানা ও কলেজ কমিটিগুলো রানিং করাচ্ছি। ইতোমধ্যে নগরের ১৫টি থানার মধ্যে ১৩টির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। খুলশী ও ইপিজেড থানা বাকি আছে। এর আগে ১, ২, ১০ এবং ১৮ নম্বর ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ কলেজ সরকারি সিটি কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, কমার্স কলেজ ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কমিটি দেওয়া হয়েছে। রাজনীতির আঁতুড়ঘর খ্যাত এমইএস কলেজের কমিটি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে।’

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!