ঢাকায় আবার আগুন, এবার নিউ সুপার মার্কেটে

রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এটি নিয়ন্ত্রণে তিন ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৬টায় ওই বিপণি বিতানের দ্বিতীয় তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়ও।

সকাল পৌনে নয়টায় বাইরে থেকে আগুন দেখা না গেলেও ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের এলাকা।

আগুনের খবর পেয়ে যেসব দোকানি দ্রুত আসতে পেরেছেন তাদের মরিয়া হয়ে দোকানের কাপড় সরাতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপপরিচালক শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি।

এদিকে তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে ও আশপাশের পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

ঈদের আগে ঢাকার পোশাকের অন্যতম বড় বিপণি কেন্দ্র বঙ্গবাজারে আগুনের ঘটনার পরপরই নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!