ড. ইউনূসের আপিল প্রস্তুত, খালাসে ২৫ যুক্তি

শ্রম আইন লঙ্ঘন মামলায় ৬ মাসের সাজা হয়েছে নোবেলজয়ী ড. মু. ইউনূসের। সাজা বতিল চেয়ে রোববার (২৮ জানুয়ারি) আপিল আপিল আবেদন করবেন তিনি। একইসঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিনও চাইবেন।

জানা গেছে, ২৫ যুক্তিতে খালাস চেয়ে আপিল করবেন ড. ইউনূস। চাইবেন রায় বাতিলও।

শ্রম আইন লঙ্ঘন মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান। এ সময়সীমার মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি।

জানা গেছে, ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করবেন। একইদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিনও চাইবেন।এসময় ড. ইউনূসের পাশাপাশি অপর তিনজনও জামিন চাইবেন।

এদিকে আপিলে শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরে সাজা মওকূফ করে ৪ আসামির খালাস চাওয়া হবে বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী। তিনি একটি গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কিন্তু প্রচার করা হচ্ছে মামলার বাদী শ্রমিকেরা। রায়ের ক্ষেত্রেও ফ্যাক্টসের সঙ্গে ফাইন্ডিংসের মিল নেই। তাই খালাস চেয়ে আপিলে তুলে ধরা হয়েছে ২৫টি যুক্তি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!