ট্রেনের ছাদে চেপে ঘুরে বেড়ায় ৩ কিশোর, সোনার বাংলায় সর্বনাশ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সোনার বাংলা থেকে পড়ে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় আরও দুজন আহত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ দুজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাইমন (১৮) কিশোরগঞ্জ বাসস্টেশন বস্তির বাসিন্দা। আহতরা হলেন- চাঁদ (১৩) ও পলাশ (১৬)। আলি শহর লালমাই বাঘমরা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ল ১০ বছরের শিশু

জানা গেছে, চট্টগ্রাম থেকে সোনার বাংলা বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাকসামের আলি শহর লালমাই বাঘমরা এলাকায় পৌঁছলে তিন কিশোর চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হন। এসময় ট্রেনে থাকা যাত্রীরা লাকসাম রেলওয়ে পুলিশকে জানালে রাত ৯টার দিকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ (সোমবার) বিকেল ৪টার দিকে একই স্থান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা কিশোরগঞ্জের বা স্টেশন বস্তিতে থাকেন। তিন বন্ধু মিলে প্রায়সময় ট্রেনে করে ঘুরে বেড়ায়। রোববার সোনার বাংলা ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়ার সময় তিনজন ছাদে উঠে পড়ে। পরে ছাদ থেকে পড়ে দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী তিন কিশোর ভবঘুরে ধরনের। তারা প্রায় ট্রেনে ঘুরাঘুরি করতো।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!