টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসেছিল যুবক, ব্রিজঘাটে ধরা

নগরে ১ হাজার ৪শ পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে ব্রিজঘাট এস আলম বাস ডিপুর পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক হেলাল টেকনাফ ৩ নম্বর সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুন: ইয়াবার বড় বাণিজ্য, জেলেই থাকতে হবে ১১ গডফাদারকে

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকায় ডিউটির সময় এস আলম বাস ডিপুর বিপরীত পাশে এক যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন আলোকিত চট্টগ্রামকে বলেন, ব্রিজঘাট এলাকা থেকে ১ হাজার ৪শ ইয়াবাসহ এক যুবককে আটক করি। সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত বলে জানায়।

এসআই আরও বলেন, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!