টুইটার থেকে পাঠানো যাবে অর্থ

টুইটারে যোগ হয়েছে নতুন ফিচার ‘টিপ জার’। এর ফলে এখন থেকে কাউকে সমর্থন দিতে অথবা কারো টুইটে অনুপ্রাণিত হলে এই ফিচারের মাধ্যমে সহজেই পাঠানো যাবে অর্থ।

টুইটার প্রোফাইলের পাশে ছোট একটি আইকন থাকবে ‘পেমেন্ট’ নামে। যেটাতে ক্লিক করলে পেপাল, ভেনমো, ক্যাশ অ্যাপ এর মতো বিভিন্ন পেমেন্টের মাধ্যম আসবে। পছন্দমত একটি মাধ্যমে ক্লিক করে পাঠানো যাবে অর্থ। তবে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, পেশাজীবী, অলাভজনক কর্মকাণ্ডে সংশ্লিষ্টরাই নিজেদের প্রোফাইলে এই ফিচার যুক্ত করতে পারবেন ।

তবে এই ফিচারটিতে গোপনীয়তা লঙ্ঘন হতে পারে ধারণা করছেন অনেকে।

তাছাড়া অর্থ যিনি পাঠাবেন তার ইমেইল ঠিকানা উল্লেখ না করে অর্থ পাঠানো যাবে না। ইমেইল ঠিকানা উল্লেখ করে যদি অর্থ পাঠায় তাহলে তা প্রেরক দেখতে পাবেন। এখানেও একটা সীমাবদ্ধতার বিষয় আছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!