টিসিবির পণ্য পাচার হচ্ছে রাতের আঁধারে, ধরল বাঁশখালীর লোকজন

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাও এলাকায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় বিপুল পরিমাণ টিসিবি পণ্য আটক করেছে স্থানীয় লোকজন। পরে রাত ১টায় প্রশাসন তা জব্দ করেছে। ওই সময় পণ্য পাচারকারী ট্রাকচালক ও তিনজন সহকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন- কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামের চালক জিয়াউল হক, তিন সহকারী সাইফুল ইসলাম, বাপ্পু ও রেজাউল করিম।

আরও পড়ুন : বায়েজিদের বাসায় টিসিবির তেল ডাল চিনি লুকিয়ে রেখেছিল যুবক

স্থানীয়রা জানান, রাতে দুটি ট্রাকে টিসিবি পণ্য পাচার করার সময় একটি ট্রাক দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন অপর ট্রাকটি আটক করে। ওইসময় স্থানীয় কিছু সাংবাদিকের সহায়তায় গতিরোধের পর ট্রাকটি আটক করতে সক্ষম হয় তারা।

পরে রাত ১টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালামালসহ ট্রাকটি জব্দ করেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি এবং ৬৫০ কেজি ডাল।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, জব্দ পণ্য টিসিবিকে ফেরত দেওয়া হবে। আটক গাড়িচালক ও তিন সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জব্দ টিসিবি পণ্যগুলো কার তা তদন্ত করে বের করা হবে।

উল্লেখ্য, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ডিলার আমান উল্লাহ চৌধুরী ও সাধনপুরের ডিলার জিল্লুর করিম শরীফি।

উজ্জ্বল/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!