জামালখানে সিপিডিএলের বিল্ডিংয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূ

নগরে পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানে ঝুলে গায়ত্রী চৌধুরী (৩৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে জামালখান সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংয়ের ৭ তলার ৬-বি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত গায়ত্রী চৌধুরী একই এলাকার রিটন চৌধুরীর স্ত্রী।

আরও পড়ুন: গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু, বোনের দাবি খুন করেছে দেবর

জানা যায়, আজ (সোমবার) দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় গায়ত্রী চৌধুরী। পরে অনেকক্ষণ ডাকাডাকির পর রুমের দরজা ভেঙে দেখতে পান গায়ত্রী ফ্যানে ঝুলছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, জামালখান সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংয়ে গায়ত্রী চৌধুরী নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!