সবজির আড়ালে ২০ লাখ টাকার জাল নোট নিয়ে যাচ্ছিল ২ যুবক

লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোটসহ ২ ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জঙ্গীয়ার ঢালা এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভোলা জেলার দৌলতখাঁ চরপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২) এবং সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।

আরও পড়ুন : টার্গেট ‘বৃদ্ধ’ চালক—এবার জাল নোট দিয়ে ধরা খেল প্রতারক

থানা সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে আটক ব্যক্তিরা একটি যাত্রীবাহী বাসে বাজারের ব্যাগে থাকা সবজির নিচে কৌশলে জালনোট নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পুলিশের তল্লাশি চৌকিতে বাসের তল্লাশির সময় জালনোটগুলো উদ্ধার করা হয়। এসময় জড়িত দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ২০ লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!