ঈদুল আজহা ঘিরে সক্রিয় চক্র—সবুজ রঙের পলিথিনে ৭ লাখ টাকার জাল নোট

ঈদুল আজহা ঘিরে নগরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার সদস্যরা। গোপন সংবাদের অভিযানে চক্রের একজনকে ৭ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সবুজ রঙের পলিথিনের ভেতর একটি কার্টনের বক্স থেকে ৭ লাখ টাকার জালনোট জব্দ করা হয়।

শনিবার (৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও পড়ুন: আমবাগানে ২ যুবকের কাছে লাখ টাকার জাল নোট

আটক মো. আশরাফুল ইসলাম (২৩) বান্দরবান লামা থানার ফারুকপাড়ার মৃত হোসেন সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, ঈদুল আজহা ঘিরে জালনোট চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট থেকে জালনোট চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৭ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে বান্দরবান থেকে জাল নোট সংগ্রহ করে নগর ও দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও লেনদেন করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!