ভুল অপারেশন—জামিন নিলেন সেই ডাক্তার

ভুল অপারেশনের অভিযোগে আটক লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার মিজানুল হককে দুই হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত ডা. মিজানুল হকের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল।

আরও পড়ুন : এক হালিমার চোখে আরেক হালিমার অপারেশন—মামলা খেল সেই ডাক্তার

অভিযুক্ত ডা. মিজানুল হক নগরের লায়ন্স চক্ষু হাসপাতালের কনসালটেন্ট। লায়ন্স হাসপাতালের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, তিনি চোখে লেন্স বসানোর ফ্যাকো সার্জারিতে প্রশিক্ষিত।

প্রসঙ্গত, গত শনিবার আগ্রাবাদ মিস্ত্রিপাড়ার হালিমা আক্তার (১৯) খুলশি লায়ন্স চক্ষু হাসপাতালে নেত্রনালীর অপারেশন করাতে যান। কিন্তু ডাক্তার তাঁর চোখে অপারেশন করে বসিয়ে দেন লেন্স। পরে সেই ভুল ধরা পড়ে। কিন্তু এরপর কোনো অনুশোচনা না করে উল্টো লেন্স বসানোর জন্য দ্বিগুণ টাকা দাবি করে। ৬ হাজার টাকায় অপারেশন করার কথা থাকলেও হালিমার কাছ থেকে দাবি করা হয় ১২ হাজার টাকা। পরে বিষয়টি জানাজানি হলে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় লায়ন্স হাসপাতাল কর্তৃপক্ষ।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!