জামালখানে খুন—পলাতক শ্রাবণ ধরা খেল পটিয়ায়

নগরের জামালখানে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শ্রাবণ দে’কে (২০) গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া করনখাইন সাধুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার শ্রাবণ দে পটিয়া উপজেলার করনখাইন সাধুর বাড়ির মৃত অজিত দের ছেলে।

নিহত আসকার বিন তারেক ইভান (১৮) নগরের এনায়েতবাজার এলাকার জমির উদ্দিন ম্যানশনের এসএম তারেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার রাতে পটিয়ার নিজ বাড়িতে থেকে আসকার বিন শ্রাবণকে গ্রেপ্তার করি। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি আরও বলেন, আসকার বিন তারেক (ইভান) হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ইভান।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!