রাউজানে ধাওয়া করে ছেলের গলায় ছুরি চালাল বাবা

রাউজানে তুচ্ছ ঘটনায় ছেলের গলায় ছুরি চালিয়েছে বাবা। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাইর গ্রামের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম জাফর আলম (৬০) ও আহতের নাম রাশেদ (৩০)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

আরও পড়ুন : রাতের আঁধারে বায়েজিদে যুবককে ছুরি মেরে পালাল ছিনতাইকারী

স্থানীয়রা জানান, নিজেদের ঘরে বাবা ও ছেলের কথাকাটির একপর্যায়ে ছেলেকে মারধর শুরু করেন বাবা। নিজেকে রক্ষায় ছেলে ঘর থেকে বের হয়ে গেলে ছুরি হাতে বাবা ধাওয়া করে। এসময় ছেলে মাটিতে পড়ে গেলে বাবা গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালান। তবে পরিবারের সদস্যরা এসে বাবার কাছ থেকে ছুরি কেড়ে নেয়। পরে ছুরির আঘাতে আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, জাফরের বাজারে একটি দোকান রয়েছে। তিনি জাফর সওদাগর এলাকায় পরিচিত। ঘটনার পর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে। আহত রাশেদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর গলায় পাঁচ সেলাই দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!