চট্টগ্রামে স্কুলের সামনে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল ৫ যুবক, সবাই দাগী

নগরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- সাইফুল ইসলাম বাবু (৩০), মো. রুবেল (২৮), মো. মনির (৩৮), মো. সোহাগ (২৬) ও মো. বাদশা (২৬)।

আরও পড়ুন: ছুরি মেরে গোল্ডমার্কের বিস্কুটভর্তি পিকআপ ছিনিয়ে নিয়েছিল ৪ যুবক

পুলিশ জানায়, পলোগ্রাউন্ড থেকে টাইগারপাস মোড় যাওয়ার রাস্তায় ৮-৯ জন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫টি টিপ ছোরাসহ ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পথচারী ও গাড়ি লক্ষ্য করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আটকদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনসহ ৭টি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন ও মাদক আইনসহ ৪টি মামলা, মনিরের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনসহ ৪টি মামলা, সোহাগের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা এবং বাদশাহ’র বিরুদ্ধে রয়েছে ৭টি মামলা।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!