চোরাই মোবাইল বেচাকেনার নিরাপদ জোন রিয়াজুদ্দিন বাজার, চক্রের ৩ সদস্য গোয়েন্দা জালে

নগরে চোরাই মোবাইল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ১২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইমতিয়াজ আহম্মেদ, আরহাম মাহমুদ ওরফে নাভিল ও মামুনুর রশীদ ওরফে মামুন প্রকাশ শাকিল।

আরও পড়ুন: চুরি করা ৪৫ মোবাইল দিয়ে দোকান সাজিয়েছিল যুবক, ধরল ডিবি পুলিশ

এ বিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের রিয়াজুদ্দিন বাজারের মোবাইল মার্কেটে চোরাই মোবাইল ক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উপপুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ক্রয় করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!