চোখের জলে বিদায় ১১ তরুণ, শোকে মাতম হাটহাজারীর চিকনদন্ডী

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের নামাজে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

জানা গেছে, শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে খন্দকিয়া ছমদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এরপর ১০টা ৪৫ মিনিটে কে এস নজু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫ জনের জানাজা হয়। এছাড়া সকাল ১১টায় শিকারপুর এলাকায় ওয়াহিদুল আলম জিসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে চলন্ত ট্রেন উঠে পড়ল মাইক্রোবাসে, ১১ পর্যটক নিহত

নিহতরা হলেন— ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭), একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খান বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯), উপজেলার আজিম সাব রেজিস্ট্রার বাড়ির হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মো. হাসান (১৭) ও একই ইউনিয়নের খোন্দকারপাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২)।

জানাজা নামাজে অংশ নেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, স্থানীয় চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু প্রমুখ।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!