চুরির ১৪ দিন পর মামলা, ৯ ঘণ্টায় মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ

নগরের পতেঙ্গা থানায় মামলার ৯ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে নগরের কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সাতকানিয়ার বাজালিয়া এলাকা থেকে চুরির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার (৩৩)। তিনি কাটগড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন : চট্টগ্রামে যুবকের কাছে মিলল চুরির ২ মোটরসাইকেল

যোগাযোগ করা হলে অভিযানে নেতৃত্ব দেওয়া পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ৪ ডিসেম্বর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় গ্যারেজে রাখা এক লাখ ৯০ হাজার টাকা দামের মোটরসাইকেলটি (এফজেড এস ভার্সন ওয়ান) চুরি হয়। পরে মোটরসাইকেল মালিক ১৩ দিন বিভিন্ন এলাকায় খোঁজ করার পর না পেয়ে সোমবার (১৮ ডিসেম্বর) থানায় মামলা করেন।

এসআই আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কাটগড় এলাকা থেকে মোটরসাইকেল চোর মো. সোলায়মানকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যে সাতকানিয়ার বাজালিয়া এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে চুরির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!