চুরির পর মোটরসাইকেলের রঙ—পার্টস বদলে ফেলে ১৯ বছরের শুভ

দামি মোটরসাইকেল চুরির পর পার্টস খুলে বিক্রি। আবার কখনো কখনো পুরো মোটরসাইকেলের রঙ পরিবর্তন করে অন্যত্র বিক্রি। দীর্ঘদিন ধরে এমন সব কাজ করে এলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে ধরা খেলেন সেই চোরচক্রের সদস্য ফরহাদ ওরফে শুভ (১৯)।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া আছিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামের হেমসেন লেইনে দিনদুপুরে সোনা—ল্যাপটপ চুরির নেপথ্যে ৩ যুবক

এ বিষয়ে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মু. মোশাররফ হোসাইন আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ৩ নভেম্বর নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের গেট থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। প্রায় এক মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ধনিয়ালাপাড়া এলাকা থেকে চোরচক্রের সদস্য শুভকে গ্রেপ্তার করি। এসময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, জিজ্ঞাসাবাদে শুভ জানায় তারা নগরের বিভিন্ন এলাকা থেকে দামি মোটরসাইকেল চুরি করে পার্টস খুলে বিক্রি করতো। আবার কখনো পুরো মোটরসাইকেলের রঙ বদলে অন্যত্র বিক্রি করে দিতো।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!