চসিক জেনারেল হাসপাতাল—প্রতিদিন শত টিকা পাবেন সহস্র মানুষ

ফুরিয়ে আসছে টিকার মজুদ। অপ্রতুলতার কারণে এখন থেকে প্রতিদিন ১০০ জনকে টিকা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে যারা প্রথম ডোজ পেয়েছেন তারাই পাবেন এ টিকা।

বুধবার (১৯ মে) চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এ তথ্য জানান।

ডা. সেলিম বলেন, যারা এই হাসপাতাল থেকে প্রথম ডোজ টিকা নিয়েছেন শুধুমাত্র তারাই এসএমএস আসার ভিত্তিতে টিকা নিতে পারবেন। সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা ১০০ ভায়াল টিকা পেয়েছি। যা প্রায় ১ হাজার মানুষকে দেওয়া যাবে। আমরা প্রতিদিন একশ জনকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা এবং মহানগরে ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এখনো পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ৯৭২ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আরো ১ লাখ ১৮ হাজার টিকাগ্রহীতা দ্বিতীয় ডোজ নিতে পারেননি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!