চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ‘একলোক ১৫ টুকরো’

নগরের আকবরশাহ সিডিএ ১ নম্বর রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক লোকের মৃত্যু হয়েছে।

ঢাকামুখী একটি ট্রেনের ছাদে ভ্রমণ করছিল ওই ব্যক্তি। এমন সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া ডিসের লাইনের তারে পেচিয়ে নিচে ছিটকে ট্রেনে কাটা পড়েন তিনি।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় তার দেহের ১৫টি টুকরো পাওয়া গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন গেটম্যান অফিসের ছাদের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় ডিসের  তার। তারের সঙ্গে লেগে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়লে ট্রেনে কাটা যান ওই ব্যক্তি। মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় তার দেহ।

ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির দেহের ১৫টি টুকরো পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে রেল লাইনের উপর দিয়ে ডিস সংযোগের তার নিয়ে যায়। ডিস মালিকদের দুর্ঘটনার আশঙ্কার কথা জানলে তারা খারাপ আচরণ করেন। তাদের গাফেলতির কারণেই একটি প্রাণ গেছে আজ।

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সৌরভ বলেন, আকবরশাহ এলাকায় ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছে। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্টের কাজ চলছে।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!