চন্দনাইশে বন্য হাতির আক্রমণ—কৃষক লাশ, যুবক রক্তাক্ত

চন্দনাইশে বন্য হাতির আক্রমণে মো. জাকির হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সালাহ উদ্দীন (৩৫) নামে এক যুবক।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার বরমা ইউনিয়নের মধ্যম বাইনজুরি গ্রামে এ ঘটনা ঘটে। আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাকির হোসেন একই ইউনিয়নের আবদুর রাজ্জাক সওদাগরের দ্বিতীয় সন্তান। তার স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। আহত সালাহ উদ্দীন একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : হঠাৎ বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত চকরিয়ায়

জানা যায়, পার্শ্ববর্তী বাঁশখালী থানার চাঁদপুর পাহাড়ি এলাকা দিয়ে দুটি বন্য হাতি রোববার রাতে ওই এলাকায় প্রবেশ করে। সারারাত বিচরণ করে সকালে ফিরে যাওয়ার সময় কৃষক জাকির হোসেনের ওপর আক্রমণ করে। জাকির ওই সময় খেতে কাজ করছিলেন। পরে হাতি দুটি পাশের এলাকায় গিয়ে সালাহ উদ্দীনের ওপর আক্রমণ করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। এসময় তিনি নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।

এনএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!