চট্টগ্রাম এসে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিলেন দিল্লির ডা. শাবানা

চট্টগ্রামের মেডিকেল ভ্যালু ট্রাভেল প্রফেশনাল ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারতের দিল্লির বিখ্যাত আইভিএফ এন্ড ফার্টিলিটি ক্লিনিক ‘ফার্টিসিটি’র বিজনেস হেড ডা. শাবানা খাতুন।

নগরের একটি হোটেলে ৩০ আগস্ট সন্ধ্যায় যৌথভাবে এ আয়োজন করে মেডিকেল ভ্যালু ট্রাভেল প্রতিষ্ঠান মেডিএইডার এবং বাংলাদেশ মেডিকেল ট্রাভেল ফোরাম।

ডা. শাবানা খাতুন বলেন, আধুনিক চিকিৎসায় বন্ধ্যাত্বের অনেক সমস্যা এখন সমাধান সম্ভব। ৪৩ বছরের সম্মিলিত অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার, ১৬ হাজারেরও অধিক সফল আইভিএফ কেস এবং ৫০ হাজারের বেশি ফার্টিলিটি রোগীর সাফল্যমণ্ডিত প্রতিষ্ঠান ফার্টিসিটি রোগীদের এ সেবাটি দিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের মানুষ যাতে এ প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা পায় সেজন্যই তাঁর সফর বলে তিনি জানান।

অনুষ্ঠানে তিনি ফার্টিসিটি আইভিএফ এন্ড ফার্টিলিটি ক্লিনিকের বিশেষ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য— স্পার্ম মোটিলিটি, এম্ব্রায়ো হ্যাচিং, লেজার এসিস্টেড হ্যাচিং, হিস্টেরোস্কোপি, মাইক্রোফ্লুইডিক্স, মাইক্রোটেসা ও টেসা।

বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে যারা দিল্লি চিকিৎসা নিতে চান তাদের জন্য বিশেষ সুবিধার বিস্তারিত তুলে ধরেন ডা. শাবানা খাতুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আস্থা মেডিকেল ট্যুরিজমের প্রধান নির্বাহী কাওসারুল হক খান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!