চট্টগ্রামে হরতালের শুরুতেই বাসে আগুন, সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের মধ্যে চট্টগ্রামে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর বিএনপির ডাকা হরতালের শুরুতে পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা বলেন, কাটগড় বাজারের উত্তর পাশে গার্মেন্টস কর্মীদের জন্য বাসটি অপেক্ষা করছিল। ওই সময় দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এনইউএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!