চট্টগ্রামে রাস্তা-ফুটপাতের সঙ্গে নালাও দখলে নিল ৯ ব্যবসায়ী

নগরে রাস্তা, ফুটপাত ও নালার জায়গা দখল করে ব্যবসা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৯ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই ব্লক পর্যন্ত রাস্তার উভয় পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।

আরও পড়ুন:  রাস্তা-ফুটপাতে মালামাল রেখে সিটি করপোরেশনের জালে ১৫ ব্যবসায়ী

তিনি বলেন, আজ সকালে নগরের সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই ব্লক পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ কাঁচাবাজারসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!