রাস্তা-ফুটপাতে মালামাল রেখে সিটি করপোরেশনের জালে ১৫ ব্যবসায়ী

নগরে রাস্তা-ফুটপাত ও নালার জায়গায় মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫ ব্যবসায়ীকে সাড়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পতেঙ্গা স্টিলমিল বাজার থেকে কাটগড় পর্যন্ত সড়কের উভয় পাশে এ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।

আরও পড়ুন: সিটি করপোরেশনের অভিযানে ধরা খেল ইলিয়াছ বেকারি

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, আজ পতেঙ্গা স্টিলমিল থেকে কাটগড় সড়কের উভয় পাশে রাস্তা, ফুটপাত ও নালা দখল করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!