চট্টগ্রামে বিয়ের পর নিখোঁজ যুবকের খোঁজ, হাতের আঙুলে স্ট্যাম্পের কালি

ফটিকছড়িতে বিয়ের চারদিনের মাথায় নিখোঁজ ব্যবসায়ী মো. জোবায়ের হোসেন জুয়েলকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় হাতের বুড়ো আঙুলে স্ট্যাম্পের কালি লাগানো ছিল।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বড় ভাই মো. শহিদ ফটিকছড়ি থানায় মো. জোবায়েরের নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে বিয়ের ৩ দিন পর হঠাৎ নিখোঁজ যুবক

সরেজমিন ভিকটিমের বাড়িতে গিয়ে দেখা যায়, জোবায়ের ভালো করে কথা বলতে পারছেন না। কোনো প্রশ্নের জবাবও দিচ্ছেন না। তার হাত-পা ফুলা এবং হাতের বুড়ো আঙুলে স্ট্যাম্পের কালির চিহ্ন রয়েছ।

বড় ভাই মো.শহিদ বলেন, আমার ভাই বিবিরহাট বাজারে বিকাশের ব্যবসা করে। তার সঙ্গে কারো শত্রুতা নেই। তবে সে একটি সিন্ডিকেটের কাছে প্রায় ১০ লাখ টাকা পেত। এ নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল। পরে সমস্যার সমাধানও হয়। তবে তারা এখনও সেই টাকা বুঝিয়ে দেয়নি।

এদিকে জোবায়েরকে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেছে।

যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা আলোকিত চট্টগ্রামকে বলেন, জোবায়েরের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!