চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ০৮ শতাংশ। আক্রান্তরা ১৪ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চট্টগ্রামের ১২ ল্যাবে ৫১৯ নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৭ নমুনায় ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪ নমুনায় ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪১ নমুনায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪ নমুনায় ১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯ নমুনায় ১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫ নমুনায় ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৫ নমুনায় ১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৭ নমুনায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ‘ফেসবুকে তোলপাড়’ বিনা টাকার করোনার টিকা ‘হাজার টাকায়’ কিনছে হজযাত্রীরা

এছাড় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬ নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এর মধ্যে নগরের ৯২ হাজার ১৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!